Image description
 
 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর হাদি।

সোমবার (৫ জানুয়ারি) সকালে বরিশাল নগরীর সদর রোড থেকে ছাত্র-জনতার ব্যানারে মার্চ ফর হাদি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। 

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সদর রোডে। সেখানে বক্তারা ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।