ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিফিকেশন রেজিস্টার (এনইআইআর) সংশ্লিষ্ট সেবা গ্রহণে নির্ধারিত ওয়েবসাইট ব্যবহারের অনুরোধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসির এনইআইআর সিস্টেমের জন্য প্রস্তুতকৃত ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে জনসাধারণকে বিভ্রান্তিতে ফেলার অপপ্রয়াস সৃষ্টি করা হচ্ছে। এটি কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এক্ষেত্রে জনসাধারণকে সঠিকভাবে এনইআইআর সংক্রান্ত সেবা প্রদানের স্বার্থে বিটিআরসির অফিসিয়াল ওয়েবসাইট https://neir.btrc.gov.bd/ ভিন্ন অন্য কোনো ওয়েবসাইট থেকে তথ্য আদান প্রদানের জন্য সাবধান করা হলো।
অননুমোদিত কোনো ওয়েবসাইট বা লিংকে ব্যক্তিগত তথ্য শেয়ার করে প্রতারিত না হতে সতর্ক করে বিটিআরসি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিদেশ থেকে আনা মোবাইলফোন নিবন্ধন এবং এনইআইআর সংশ্লিষ্ট সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের চার্জ অথবা ফিস প্রদান করে প্রতারিত হবে না। বিনামূল্যে এনইআইআর সংশ্লিষ্ট সেবা প্রদান করা হচ্ছে।