Image description

ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ঘিরে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড–বিসিসিআইয়ের সিদ্ধান্তটিকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এই ঘটনায় বাংলাদেশের মানুষ ঘৃণার রাজনীতির প্রতিফলন দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।

গতকাল রাতে ফারুকী এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন‍্যক্কারজনক।

 
এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন।’

 

তিনি মতে, সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিভিন্ন অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। মুস্তাফিজকে ঘিরে আইপিএলের এই ঘটনা একই ধরনের মোটিভ দ্বারা প্রভাবিত কি না, তা সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লিখেছেন, ‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে।

 
এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, এটাও দেখা হবে নিশ্চয়ই।’

 

এদিকে, বাংলাদেশে সব ধরনের প্ল্যাটফর্মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে যে দাবি উঠেছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানান তিনি। তাঁর ভাষায়, ‘আপনারা যারা আমাকে উদ্দেশ‍্য করে বাংলাদেশে সব রকম প্লাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর- এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়।

 
আমি আপনাদের এই উদ্বেগের বিষয় তথ‍্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।’