Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ হয়ে পড়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

মৃত যুবকের নাম মনিরুজ্জামান তুহিন (৪০)। তার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রামনগর লাউড়ী রাস্তার ব্রিজ-সংলগ্ন এলাকায়।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এই তথ্য নিশ্চিত করে বলেন, তুহিন বিএনপি সমর্থক। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে যশোর শহরে বসবাস করতেন। দলীয় কোনো পদ না থাকলেও খালেদা জিয়ার প্রতি তার শ্রদ্ধা ছিল অগাধ। 

সেই টানে গত বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় খালেদা জিয়ার জানাজায় শরিক হতে গিয়েছিলেন তুহিন।  জানাজায় অতিরিক্ত মানুষের চাপে তুহিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।