Image description

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া পড়িয়েছেন দল থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

এ সময় তিনি বলেন, ‘আমি দল ছেড়ে যাইনি। আমি এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন, সেটা শেষনিঃশ্বাস পর্যন্ত পালন করব।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের ১ নং ওয়ার্ডে আয়োজিত স্থানীয়দের সঙ্গে মতবিনিময়সভায় রুমিন ফারহানা দোয়া পড়ান ও আলোচনায় অংশ নেন। 

তিনি বলেন, ‘নেত্রীর লাশ দাফন না করেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ এলো। আমার ওপর যদি বেইনসাফ হয়ে থাকে কোনো অন্যায় হয়ে থাকে, সেটার বিচার আল্লাহর কাছে দিলাম।’

সন্ধ্যায় এ বিষয়ে মোবাইল ফোনে রুমিন ফারহানা কালের কণ্ঠকে বলেন, ‘স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে আমি নেত্রীর জন্য দোয়া পড়তে বলেছি। 

আমি আমার নেত্রীর জন্য দোয়া পড়েছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন। তিনি হাঁস প্রতীক চাইবেন বলে জানা গেছে।