Image description
 

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই শায়িত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে তাকে সমাহিত করা হয়।

 

দাফনের সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান।

 

খালেদা জিয়ার মরদেহ নিজ হাতে কবরে রেখেছেন তার জ্যেষ্ঠপুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে একে একে জুবাইদা রহমান, জাইমা রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা সাবেক এই প্রধানমন্ত্রীর সমাধিতে মাটি দেন।