এনসিপির যুগ্ম সদস্যসচিব ও এমপি প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্টে মিতু জানান, একটি নম্বর (+966548680436) থেকে তাকে পুড়িয়ে বা কুপিয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, আগে বিষয়টি প্রকাশ করেননি, কারণ চাননি সবাইকে উদ্বিগ্ন করতে। তবে জোটের নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ায় নতুনভাবে হুমকির ঘটনা বেড়ে গেছে।
ডা. মিতু বলেন, তিনি ভয় পাচ্ছেন না এবং অন্যদেরও বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, হুমকিদাতারা এখন এআই ভিডিও, ন্যুড ছবি ও এডিট করা ছবি ব্যবহার করতে পারে। সবকিছুর জন্য তিনি আল্লাহর ওপর ভরসা রাখছেন এবং সকলের কাছে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।