Image description

বিএনপির চেয়ারপারসন ‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। তাকে সমাহিতের জন্য কবর খননকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। 

‎জিয়া উদ্যান ঘুরে দেখা যায়, জিয়া উদ্যানে প্রবেশমুখগুলো ও শহীদ জিয়াউর রহমানের কবরস্থানের আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় মোতায়েন রয়েছে। কবরস্থানের কয়েক গজ দূর পর্যন্ত কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে। দূর থেকে আসা বিএনপি নেতাকর্মীসহ কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

‎ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বেগম খালেদা জিয়ার কবর খননে ভিড় হওয়ার শঙ্কা রয়েছে। এজন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।