ফেসবুকে বিষয়টি ভাইরাল হওয়ার পর প্রেমিকার দাবি মেনে নিয়ে বিয়ে করেছেন সোনাগাজীর সাবেক শিবির নেতা জামাল উদ্দিন। বিয়ের দাবিতে গত শনিবার রাতে ময়মনসিংহের তরুণী তাসলিমা আক্তার তমা সোনাগাজীতে তার বাড়িতে উপস্থিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর জামাল উদ্দিন আত্মগোপনে চলে যান।
অবশেষে রোববার ফেনীর আদালতে উভয়ে এফিডেভিটের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানা গেছে।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে ওই রাতেই জামাল উদ্দিন নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে সদ্য বিবাহিত স্ত্রী তাসলিমা আক্তার তমাকে স্বামীর পাশে বসে বক্তব্য দিতে দেখা যায়। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জামাল ও আমার বিবাহ সম্পন্ন হয়েছে। আমি তাকে পাওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে তার বাড়িতে এসেছিলাম। এ সময় স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি আমার মোবাইল ফোন চাইলে আমি তা দিই। পরে তারা সেখান থেকে ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে ফেসবুকে প্রকাশ করে।’
তিনি আরও বলেন, ‘জামাল ফেসবুকে ছবিগুলো দেখে আমাকে বিষয়টি জানায়। তার সঙ্গে সম্পর্ক থাকার কারণে তার ফেসবুক ও টিকটক আমার মোবাইলে লগইন করা ছিল। তাকে পাওয়ার উদ্দেশ্যেই আমি নিজে থেকেই তাকে বার্তা পাঠাই এবং কক্সবাজার যাওয়ার প্রসঙ্গও আমিই উত্থাপন করি। যেহেতু জামাল আমাকে বিয়ে করেছে, তাই আমি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাহার করছি।’ একই সঙ্গে তিনি ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলোর স্ক্রিনশট সরিয়ে নেওয়ার অনুরোধ জানান।
এদিকে জামাল উদ্দিন বলেন, ঘটনার জন্য তিনি অনুতপ্ত। তিনি দাবি করেন, বর্তমানে তিনি মঙ্গলকান্দি জামায়াতে ইসলামীর কোনো দায়িত্বে নেই। ‘মানুষ হিসেবে ভুল হতে পারে। আমরা দু’জনই মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছি,’—বলেন তিনি।
শারীরিক সম্পর্কের পর অস্বীকার শিবির নেতার, বিয়ের দাবিতে অবস্থান প্রেমিকারশারীরিক সম্পর্কের পর অস্বীকার শিবির নেতার, বিয়ের দাবিতে অবস্থান প্রেমিকার
তবে স্থানীয় এলাকাবাসীর দাবি, জামাল উদ্দিন শিবির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বাবা জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত। তারা বলেন, এ বিষয়টি এলাকায় সবারই জানা এবং লোকলজ্জার কারণে তিনি রাজনৈতিক পরিচয় অস্বীকার করার চেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা তানিম এবং সদস্য শাখাওয়াত হোসেন জানান, জামাল উদ্দিন আত্মগোপনে গেলে তরুণীটি স্থানীয়দের কাছে সহযোগিতা চান। তার অসহায়ত্ব দেখে তারা পাশে দাঁড়ান। তাদের ভাষ্য অনুযায়ী, তরুণী নিজেই ছবি ও ভিডিও সরবরাহ করেন। এলাকাবাসীর চাপের মুখেই জামাল উদ্দিন বিয়ে করতে বাধ্য হন বলে তারা দাবি করেন। তবে নবদম্পতির জন্য তারা দোয়া ও শুভকামনা জানান।
শীর্ষনিউজ