Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হচ্ছেন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল এনসিপির আহ্বায়ক মুনতাসীর মাহমুদ। তিনি মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মুনতাসীর মাহমুদ বলেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হচ্ছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। যদি এটা সত্য হয়, তাহলে সবচেয়ে বড় অন্যায় হবে। উপদেষ্টা মাহফুজের ক্ষমতার সবচেয়ে বেশি অপব্যবহার করেছে এই মাহবুব। রেড ক্রিসেন্টে মূল দুর্নীতি ও অবিচার করেছে মাহবুব। খামারবাড়ি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামীলীগের কোম্পানিকে কাজ পাওয়াই দিছে মাহবুব। নারী ঘটিত কেলেংকারীর ঘটনা প্রকাশ্যে না-ই বললাম।

তিনি বলেন, আমি এনসিপির নোয়াখালী অঞ্চল (ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর) এর প্রধান তত্বাবধায়ক ছিলাম৷ মাহবুব আমাকে বারবার চাপ দিয়েছে, সাবেক শিবির এবং ডানপন্থী সবাইকে বাদ দিতে। কোনো কমিটি করতে দেয়নি, তার সাথে ছিলো বামপন্থী সালেহ উদ্দিন সিফাত আর নফিউল। কল রেকর্ড আছে। এমন একজনকে যদি জামায়াত আসন ছাড়ে, তাহলে খুব অন্যায় হবে।

মুনতাসীর মাহমুদ আরও বলেন, এই নির্বাচনে ন্যায়বিচারের স্বার্থে আমি সরাসরি মাহবুব আলমের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে কাজ করবো। আপনারা যোগাযোগ করুন। যথেষ্ট মাল মশলা আছে আমার কাছে, খুব ভালো রান্না হবে। যেই রান্না আপনাকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে।