Image description

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছেড়ে মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসে (রিকশা মার্কা) যোগ দিয়েছেন চট্টগ্রামের আলোচিত হেফাজত নেতা মাওলানা নাছির উদ্দীন মুনির।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। নাছির উদ্দীন মুনির চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। 

গত বুধবার এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রথম জমা দিয়েছেন বলে জানা গেছে।

মাওলানা নাছির উদ্দীন মুনির হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছিলেন। এছাড়া হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তিনি। হেফাজতের ‘আতুঁড়ঘর” চট্টগ্রামের হাটহাজারীতে তার প্রভাব রয়েছে। তিনি ১০ দলীয় নির্বাচনী জোট থেকে চট্টগ্রাম-৫ আসনে নির্বাচন করবেন বলে জানান।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে চারটি আসনে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। এসব আসনে জমিয়েতর প্রার্থীরা তাদের দলীয় ‘খেজুর গাছ’ প্রতীকে নির্বাচন করবেন। 

সমঝোতা অনুযায়ী এ চার আসনে বিএনপির প্রার্থী থাকবে না, একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না। মাওলানা নাছির উদ্দীন মুনির চট্টগ্রাম-৫ আসনে জমিয়তের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। 

এদিকে, গত রোববার মাওলানা নাছির উদ্দিন মুনির তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন। সেখানে তিনি জমিয়ত ছেড়ে খেলাফতে যোগ দেয়ার বিষয়টি উল্লেখ করেন। 

ওই পোস্টে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন কাজ করার সৌভাগ্য হয়েছিল জানিয়ে লিখেন, ‘এই দীর্ঘ পথচলায় সারা বাংলাদেশের অসংখ্য সম্মানিত শীর্ষ উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ ও প্রাণপ্রিয় কর্মী ভাইদের সঙ্গে হৃদয় নিংড়ানো ভালোবাসা, আন্তরিকতা ও সুসম্পর্ক গড়ে উঠেছে। জমিয়ত ও ছাত্র জমিয়তের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অনেকের সঙ্গে যে অকৃত্রিম ভালোবাসা ও সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরি হয়েছে, তা আমার জীবনের এক অমূল্য অর্জন ও স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। 

তবে, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার অদম্য ইচ্ছা ও লক্ষ্য নিয়ে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) প্রতিষ্ঠিত এবং আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস–এর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার এই সিদ্ধান্তকে আমার প্রাণপ্রিয় ও শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সহযোদ্ধা নেতাকর্মী এবং দেশব্যাপী শুভানুধ্যায়ী সকলের কাছে উদারচিত্তে ও সদয় দৃষ্টিতে গ্রহণ করার বিনীত প্রত্যাশা রাখছি।’

প্রসঙ্গত, রোববার চট্টগ্রাম-৫ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীনের হাতে মনোনয়নপত্র জমা দেন। 

তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। চট্টগ্রাম-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।