Image description

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। এ ছাড়া দেশব্যাপী আরও কয়েকজন এনসিপি নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে।

পদত্যাগের বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর কে দলে থাকবেন বা থাকবেন না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

বিস্তারিত আসছে...