ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে দ্বিতীয় রাতের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংগঠনের কর্মীরা। তাদের দাবি, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাঁরা শাহবাগ মোড় ছাড়বেন না।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা এ ঘোষণা দেন। এদিকে, রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, আগামীকাল রোববার সকাল ১১টা থেকে সারাদেশের বিভাগীয় শহরে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান।
আগামীকাল রোববার সকাল ১১টা থেকে সারাদেশের বিভাগীয় শহরে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান।
সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড়ের চারদিকের রাস্তায় ব্যারিকেড দিয়েছেন নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ব’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী হাবিবুর রহমান স্ট্রিমকে বলেন, ‘আমাদের দাবি একটাই, দ্রুততম সময়ের মধ্যে হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। তা না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।’
নাম প্রকাশ না করার শর্তে আরেক আন্দোলনকারী স্ট্রিমকে বলেন, ‘উপদেষ্টারা অনেক কথা বলছেন, অনেক কিছু করছেন; কিন্তু হাদি ভাইয়ের হত্যাকারীদের তাঁরা ধরতে পারছেন না। তাঁদের ভারত থেকে ফেরাতে পারছেন না। এটা তাঁদের চরম ব্যর্থতা। এই ব্যর্থতার দায় তাঁদেরই নিতে হবে।’
এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি মিছিল বের হয়। সেখান থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।