বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল বিকালে নির্বাচন কমিশনে যাচ্ছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচনী সংস্থার সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিরা উপস্থিত হবেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার।
জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী বিষয়ে বেশ কয়েকটি দাওয়া ও দাবি উত্থাপন করার পরিকল্পনা রয়েছে। এসব দাবির বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জামায়াত সূত্রে জানা গেছে।
এটি জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক ও নির্বাচনী বিষয় নিয়ে প্রথম দফা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।