ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও প্রভাবমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় নতুন করে কোনো অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আগে থেকে চলমান ত্রাণ ও অনুদান কার্যক্রম চালু থাকবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বরাবরে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয় ইসি। কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চিঠিতে বলা হয়, নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন এবং নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নতুন কোনো অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না। তবে যেসব কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে, সেগুলো অব্যাহত রাখা যাবে।
এছাড়া নির্বাচনকালীন সময়ে কোনো এলাকায় জরুরি প্রয়োজনে নতুন ত্রাণ বা অনুদান বিতরণ প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জেলা প্রশাসকের মাধ্যমে তা পরিচালনা করতে হবে এবং বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।