Image description

বাংলাদেশে অধ্যয়নরত কাশ্মীরি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী ইত্তিহাদ পার্টির এআইপি) প্রধান মুখপাত্র ইনাম উন নবী। গতকাল সোমবার তিনি কোনো বিলম্ব না করে শিক্ষার্থীদের অবিলম্বে দেশে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।



ইনাম উন নবী বলেন, উচ্চশিক্ষা—বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনার জন্য কাশ্মীরের হাজার হাজার শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন। তিনি উল্লেখ করেন যে, সেখানকার অবনতিশীল পরিস্থিতি, অস্থিতি শীলতার খবর, চলাফেরায় বিধিনিষেধ এবং শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান ভীতি তাদের পরিবারগুলোর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।



তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে কোনো আপস করা যাবে না। বাড়ি থেকে অনেক দূরে এমন এক অনিশ্চিত ও অস্থির পরিস্থিতির মধ্যে তাদের আটকে পড়া অবস্থায় ফেলে রাখা ঠিক হবে না।” তিনি আরও বলেন, পরিস্থিতির আরও অবনতি হওয়ার জন্য অপেক্ষা করা হবে চরম দায়িত্বজ্ঞানহীনতা।



এআইপির প্রধান মুখপাত্র ভারত সরকার এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেবল রুটিনমাফিক পরামর্শ জারি না করে, শিক্ষার্থীদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, এই সংকটময় সময়ে শিক্ষার্থী ও তাদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি। সূত্রঃ রাইজিং কাশ্মীর