Image description
 

আগামী বছর ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারী সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ টাকা জমা দিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, হজ ২০২৬ এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জমার মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের নির্দেশনা রয়েছে। তাই যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ এখনও জমা দেননি, তাদের ওই সময়ের মধ্যে জমা দিতে অনুরোধ করা হলো।

মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা না দিলে তার হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়বে।

শীর্ষনিউজ