Image description
 

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ‘শহীদি শপথ’ গ্রহণ করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা এই শপথ নেন।

 

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে। তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে ধারাবাহিক ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

নেতাকর্মীরা শপথের মাধ্যমে অঙ্গীকার করেন, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

 

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো চাপ বা বাধার মুখে তারা পিছু হটবেন না।

 

শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।