Image description

আজ দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই কনকনে ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছে দিনাজপুরবাসী। এতে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। আজকের পর রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শেষের দিকে কিছু স্থানে শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো অবস্থার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন সময়ের আলোকে জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোর ও কুড়িগ্রামের রাজারহাটে ১২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আরো জানান, আগামী দু-তিন দিন দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য কিছুটা হ্রাস- বৃদ্ধি হতে পারে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আজকের পর রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শেষের দিকে কিছু স্থানে শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো অবস্থার সৃষ্টি হতে পারে।

এছাড়াও বুধবার থেকে কুয়াশার পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ক্রমাগতভাবে হ্রাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই সাথে চলতি শীত মৌসুমের একটি পূর্ণ শৈত্যপ্রবাহ ডিসেম্বরের শেষদিকে বিরাজ করতে পারে বলে জানান তিনি।