Image description
 

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে ঢাকা। ১৬৫ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টা ৫৫মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ৩৩২ একিউআই স্কোর নিয়ে ভারতের দিল্লি শহর শীর্ষে রয়েছে। এছাড়া মিশরের কায়রো, ইরানের তেহরান, কিরগিজস্তানের বিশকেক, উগান্ডা কাম্পালা শহর, পাকিস্তানের লাহোর, ভারতের কলকাতা, মঙ্গোলিয়ার উলানবাটর যথাক্রমে ২২১, ১৯৬, ১৯৬, ১৮৮, ১৭৯ ও ১৬৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়,তৃতীয়, চর্তুথ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

শীর্ষনিউজ