জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ প্রদান করছে জাবি শাখা ছাত্রদল। রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট হতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পর্যন্ত এ সার্ভিস দেওয়া হয়।
ভর্তি পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীরা যেন যানজট, দূরত্ব কিংবা পরিবহন সংকটের কারণে ভোগান্তিতে না পড়েন সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা জানান, নির্ধারিত সার্ভিস পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নিরাপদ ও দ্রুত পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘আমার কেন্দ্র মেইন গেট থেকে দূরে হওয়ায় অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম কিভাবে দ্রুত যাব। সে সময় ছাত্রদলের বাইকে করে আমার পরীক্ষার কেন্দ্রে দ্রুত পৌঁছে দেয়। জাবি ছাত্রদলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই একটি দায়িত্বশীল ছাত্রসংগঠনের প্রধান কর্তব্য।
সেই ধারাবাহিকতায় মানবিক ও সেবামূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, শিক্ষার্থীবান্ধব ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতবছরও এ সেবা প্রদান করেছে সংগঠনটির নেতাকর্মীরা।