Image description

আশরাফুল আমিন

লক্ষ্য করেছেন, এত লক্ষ লক্ষ মানুষের ভেতর এই জায়গাটি খালি কেন ছিল? লক্ষ লক্ষ মানুষের স্রোত সংসদ ভবন এলাকা অতিক্রম করে খামারবাড়ি হয়ে আসাদগেটের কাছাকাছি পৌঁছায়। এত মানুষের ভিড় ও চাপ থাকা সত্ত্বেও মাঠের মাঝখানে মানুষের ভেতর একটি গোলাকার জায়গা খালি ছিল।

অধিকাংশ মানুষের মনে কৌতূহল জেগেছিল, এখানে কি কিছু আছে, নাকি কোনো ভিআইপি উপস্থিত আছেন? এখানে কোনো ভিআইপি ছিলেন না। তবে কিছু ফুলের গাছ সুন্দরভাবে বৃত্তাকার করে সাজানো ছিল। সেই ফুলের চারাগুলোর পাশেই মানুষ দাঁড়িয়ে ছিল।

এত মানুষের চাপের মধ্যেও তারা চাইলে গাছগুলো মাড়িয়ে দাঁড়াতে পারতো। কিন্তু তারা তা না করে শৃঙ্খলাবদ্ধভাবে গোল হয়ে গাছগুলোর পাশে দাঁড়ায়।

এটি প্রমাণ করে, আমাদের দেশের মানুষ এখন অনেক ক্ষেত্রে নিজেরাই শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে।

জানাজা শেষে সংসদ ভবনের দিকে ছুটে যাওয়ার যে ঘটনা ঘটেছে; সে বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি, ‘কিছু সাধারণ মানুষ জীবনে একবারের জন্য সেখানে ঢোকার সুযোগ পেয়ে শুধু বাইরে থেকে ছবি তুলেছিল। তারা কোনো কিছুর ক্ষতি করেনি, কেউ কোনো কিছুকে স্পর্শও করেনি।’

লেখক: গণমাধ্যমকর্মী।

(লেখকের ফেসবুক আইডি থেকে সংগৃহীত)