Image description

চোখের পানি, শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় মসজিদের দুই ইমামকে রাজকীয় বিদায় জানিয়েছেন মুসল্লিরা। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জের বাইতুল আমান জামে মসজিদের ইমাম ক্বারি মাও. হারুনুর রশিদ ও খতিব মাও. আবদুর রহিমকে এ সংবর্ধনা জানানো হয়।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে মুসল্লি ও এলাকাবাসীরা তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। দীর্ঘ ৩১ বছর ইমামতি শেষে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় এই বিদায় দেওয়ায় প্রশংসায় ভাসছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে ক্বারি মাও. হারুনুর রশিদ অত্র মসজিদের ইমামের দায়িত্ব নেন। তার হাত ধরেই ১৯৯৯ সালে মসজিদের পাকা ভবন নির্মাণ হয়। দীর্ঘ ৩১ বছরের ইমামতিকালে এলাকার বহু ছেলে-মেয়ে তার কাছে দ্বীনি শিক্ষা গ্রহণ করেছেন।

সংবর্ধিত খতিব মাও. আবদুর রহিম বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এই মসজিদে খেদমত করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন।

এ সময় এলাকাবাসী আমাদের অনেক ভালোবাসা দিয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ।’

সংবর্ধিত ইমাম ক্বারি মাও. হারুনুর রশিদ বলেন, ‘বিদায়লগ্নে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে তা কল্পনা করিনি। এলাকাবাসীর এমন আয়োজনে আমি মুগ্ধ।

বাইতুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান বলেন, ‘আমরা দুজন যোগ্য ইমামকে আজ বিদায় দিচ্ছি। তাদের আন্তরিকতা ও প্রচেষ্টায় এলাকায় ইসলামের প্রচার ও প্রসার হয়েছে। আলোকিত হয়েছে বহু সন্তানের জীবন।’