Image description

নয়া দিল্লির বাংলাদেশ দূতাবাস বলেছে, বাংলাদেশের ‘অভ্যন্তরীণ পরিস্থিতি’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। তবে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জড়াবে না ভারত।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর জন্য পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। খবর আল জাজিরার।

এতে আরও বলা হয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কোনো দেশে অপ্রত্যাশিত এবং দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়। জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশের চলমান পরিস্থিতির সম্পর্কে ভারত ‘সতর্ক’ নজর রাখছে। তবে ভারত প্রতিবেশী দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।

এদিকে, ভারতের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটি দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ আগের সরকারের সদস্যদের আশ্রয় দিয়েছে।