কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের নামে নির্মাণ করা লোটাস চত্বরের তোড়ন গুঁড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা মিছিল করে ভ্যাকু মেশিন দিয়ে লোটাস চত্বরের তোড়নটি ভেঙে গুঁড়িয়ে দেয়।
স্থানীয়রা জানায়, ২০২০ সালে মুজিব বর্ষ উপলক্ষে তৎকালীন অর্থমন্ত্রী ও স্থানীয় এমপি আ হ ম মোস্তফা কামালকে খুশি করতে নাঙ্গলকোট পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণ করা হয়। এছাড়া সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় নাঙ্গলকোটের বটতলায় লোটাস চত্বর নির্মাণ করেন পৌর মেয়র আবদুল মালেক। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ লোকজন চত্বরে হামলা চালিয়ে লোটাস কামালের ছবি ভেঙে ফেলে। তবে শুক্রবার চত্বরের পুরো অবকাঠামোই ভেঙে ফেলা হয়।
এসময় ‘শরিফ ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘আমি কে, তুমি কে-হাদি, হাদি’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা’, ‘আমরা সবাই হাদি হবো, বুক চিতিয়ে লড়ে যাবো’ স্লোগান দেন বিক্ষোভকারীরা।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী সমকালকে বলেন, পৌরসভার অর্থায়নে তৈরি লোটাস চত্বরটি বিক্ষুব্ধ লোকজন ভেঙে ফেলেছে। এটি কত টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল তা এখনই বলা যাচ্ছে না। নথি দেখতে হবে।