Image description

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ নেমে এসেছে। এ শোকের প্রতিফলন দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও।

গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ওসমান হাদির একটি ছবি শেয়ার করেন ফারুকী। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের ভাই হাদি অনন্ত যাত্রায় পাড়ি জমিয়েছেন। আবরার, আবু সাঈদদের মতো হাদি শারীরিকভাবে না থাকলেও বাংলাদেশের হৃদয়ে আরও গভীরভাবে থেকে যাবেন। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’

এর আগে রাত ৯টা ৪৪ মিনিটে ওসমান হাদির ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে লেখা ছিল, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরান পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। সে সময় তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন। দুপুরের দিকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।