Image description
 
 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারীদের পালাতে সাহায্যের অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা ফিলিপ স্নালের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে, তবে এখনও তিনি পলাতক রয়েছেন।

 

সূত্র জানায়, হামলাকারী ফয়সাল ও আলমগীর ফিলিপের সহায়তায় হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে পারেন। তবে তারা ইতিমধ্যেই সীমান্ত পেরিয়েছে কি না, নাকি দেশের ভেতরে আত্মগোপনে রয়েছে—এটি নিশ্চিত করতে ফিলিপকে গ্রেপ্তার করা জরুরি।

ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, ফিলিপের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ভুটিয়াপাড়া এলাকার সঞ্জয় চিসিম (২৫) এবং বিড়ইডাকুনী এলাকার সিবিরণ দিও (৩৫) নামে দুইজনকে আটক করা হয়েছে।

 

জানা গেছে, হামলার পর ফয়সাল ও আলমগীর মিরপুর থেকে একটি প্রাইভেটকারে গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছান। পরে তারা ধারা বাজার সংলগ্ন একটি ফিলিং স্টেশনের কাছে নেমে ফিলিপের মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্ত এলাকায় যায়। স্থানীয়রা বলছেন, ওই এলাকায় কাঁটাতারের নিচে একাধিক কালভার্ট ও সুরঙ্গ রয়েছে, যা দিয়ে সীমান্ত পার হওয়া সহজ। ফিলিপের বাড়ি থেকে ভারতের কাঁটাতারের দূরত্ব মাত্র ২০০ গজ, এবং তিনি প্রায়ই ভারত যাতায়াত করতেন বলে ধারণা করা হচ্ছে।

 

তবে ফিলিপের পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে। তার ছোট বোন সালচি স্নাল দাবি করেছেন, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের কারণে মিথ্যা তথ্য দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে।

বিজিবি সেক্টর কমান্ডার জানান, সন্দেহভাজন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং ফিলিপকে আটক করলে মানবপাচার, অর্থ লেনদেন ও সীমান্ত পারাপারের পুরো নেটওয়ার্ক উন্মোচিত হবে। হামলাকারী ও মানবপাচারে জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য অভিযান এবং সীমান্ত নজরদারি জোরদার করা হয়েছে।