Image description

ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে বিক্ষোভ মিছিল উত্তর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ।

আজ বুধবার বিকেল ৪টার দিকে জুলাই ঐক্যের ব্যানারে 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' শীর্ষক এ মিছিল উত্তর বাড্ডায় পৌঁছালে সেখানে ব্যারিকেড দেয় পুলিশ।

এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ সড়কে বসে পড়েন। আরেকটি অংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন দ্য ডেইলি স্টার প্রতিবেদক ।  

এর আগে, রামপুরা ব্রিজ থেকে বিকেল সোয়া ৩টার দিকে মিছিলটি শুরু হয়।

ডেইলি স্টারের প্রতিবেদক জানান, ভারতীয় দুতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রামপুরা ব্রিজ এলাকায় প্রায় কয়েকশ বিক্ষোভকারী জড়ো হন।

এরপর তারা—'দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা' স্লোগান দিয়ে মিছিল নিয়ে আগাতে থাকেন।

আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে জুলাইয়ের অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা।