গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জু। তার পক্ষে ফরম সংগ্রহ করেন সমর্থক আজম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নিয়ে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গোপালগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী আজমল হোসেন সরদারের পক্ষে জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি সমশের আলী মোল্লা এবং গোপালগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী এম এম রেজউল করিমের পক্ষে গোপালগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি শওকত আলম আজাদ ফরম সংগ্রহ করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসন থেকে মো. আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-৩ আসন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
প্রসঙ্গত, গোপালগঞ্জে তিনটি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে ইতিমধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গণ অধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে।