Image description
 

আইন উপদেষ্টা আসিফ নজরুল ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের মানুষের জন্য 'শ্রেষ্ঠতম একটা দিন' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই দিনে জাতীয় স্মৃতিসৌধে এলে আমাদের মুক্তিযুদ্ধকালীন গৌরবগাথা, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশ গড়ার প্রত্যয় মনে পড়ে।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল এই মন্তব্য করেন।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের দৃঢ় প্রত্যয় ছিল বলেই আমরা ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটি সুযোগ তৈরি করতে পেরেছি।

 

উপদেষ্টা আরও যোগ করেন, স্মৃতিসৌধে এলে মন কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয় সেই শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের প্রতি, যাঁরা ওই সময়ে নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।