Image description

পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে কাপুরুষের মতো গুলি করা হয়েছে। আমরা সেই হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দোষীদের যেখানে থাকুক না কেন সেখানে থেকে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসার জন্য দ্রুত দাবি জানাচ্ছি। রবিবার (১৪ ডিসেম্বর) পাবনায় দলীয় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিএনপি নেতা হাবিব বলেন, হাদির উপরে গুলি বর্ষণের পরে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভাই। তার সাথে সেখানে যারা অসদাচরণ আচরণ করেছেন তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

‘‘কারণ আমার মনে হয়, এটা ধ্রুব সত্য আব্বাস ভাইয়ের মতো একজন প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য সে হাদির মত ছেলেকে তার প্রতিপক্ষ ভেবে গুলি করবেন, গুলি করাবেন, এটা তো প্রশ্নই ওঠে না।’’ 

তিনি বলেন, তাহলে ওই আসনে যারা পরবর্তী সময় এমপি হতে চায় তারা মনোনয়ন দিতে চায়, নিতে চায়। আমার মনে হয়, এটা তাদেরই একটা কারসাজি এবং আব্বাস ভাইয়ের উপরে আক্রমণাত্মক এই সমস্ত আচরণ প্রমাণ করে দেয়। আসল ঘটনা তারা লুকাতে চায়। 

‘‘যেভাবে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর মিছিলে গুলি বর্ষণ করে বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল। পরবর্তী সময় দেখলাম আসামি ধরা পড়ল সেই শিবিরের। আমি মনে করি এই সত্যিই হাদিকে হত্যা করার জন্য গুলি বর্ষণ করেছিল। অতএব ওদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।’’