আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৩ লাখ ৮২ হাজার ৯৮২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
একই সঙ্গে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদেরও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়েছে।
তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৮২ হাজার ৯৮২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ৫৭ হাজার ৮২৫ জন পুরুষ ভোটার ও ২৫ হাজার ২৭৭ জন নারী ভোটার রয়েছেন।
নিবন্ধনের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে-সৌদি আরবে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ১২২ জন। এছাড়া, কাতারে ৩৪ হাজার ৩৪৬ জন, মালয়েশিয়ায় ২৫ হাজার ২৯৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ২২ হাজার ৩২১ জন, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ৬২৯ জন, ওমানে ২০ হাজার ৪১ জন, সিঙ্গাপুরে ১৬ হাজার ৩৮৪ জন, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৬১ জন, কুয়েতে ১১ হাজার ৬৮৯ জন, ইতালিতে ১১ হাজার ২৭৬ জন, কানাডায় ১০ হাজার ১৪৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৩৩ জন, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৪৪৬ জন ও জাপানে ৭ হাজার ১৭০ জন।