Image description

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দায়িত্ব পাওয়ার পর অনেক মাফিয়া তাড়ালেও এখন নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ‘বাংলাদেশ রিফর্ম ট্র‍্যাকার’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, আমি যখন যত মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়েছি সব জায়গায় দুর্নীতির মহাসাগর ছিল। এটাকে রাতারাতি কমিয়ে আনা সম্ভব নয়। তবে অনেক মাফিয়া তাড়িয়েছি। যদিও এখন আবার নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি।

অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া শতাধিক প্রস্তাবের একটিও সরকার বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছেন এই কমিশনপ্রধান কামাল আহমেদ।

সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে তিনি বলেন, কমিশন এ আইনের খসড়া প্রস্তুত করে দিলেও সরকার কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তা বাদ দিয়েছে। এ ছাড়া স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও নাকচ করে দেয়া হয়েছে। এর বদলে অকার্যকর ও সরকারনির্ভর প্রেস কাউন্সিলকেই পুনর্গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে।