অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেছেন, সংস্কার কার্যক্রমের গতি ও উদ্দীপনা যেন কোথাও হারিয়ে গেছে। তার মতে, এ পরিস্থিতির জন্য কেউ আমলাতন্ত্রকে দায়ী করছেন, আবার কেউ রাজনীতিবিদদের দোষারোপ করছেন।
রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শুধু সাধারণ মানুষ নয়, রাজনীতিবিদরাও এখন ঝুঁকির মধ্যে রয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, আগের সরকারের সময় থেকেই সংস্কারবিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হয়েছে এবং তা এখনও অব্যাহত আছে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্যের অভিযোগ, তথ্য ও উপাত্ত প্রকাশে ধারাবাহিক স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না। সরকারের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে এবং ন্যূনতম রাজনৈতিক দর্শনেরও স্পষ্ট অভাব দেখা যাচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব অংশীজনকে যথাযথভাবে সম্পৃক্ত করা হচ্ছে না।