Image description

রাজধানীর ডেমরা থানাধীন মিরপাড়া স্টাফ কোয়ার্টার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০), সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প।

রবিবার সকালে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগে কিছু দুষ্কৃতিকারী একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীতে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে থাকায় দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে র‍্যাব। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার পর অভিযান আরও জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ডেমরা থানাধীন মিরপাড়া স্টাফ কোয়ার্টার এলাকার বনশ্রীগামী সড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেনেড সদৃশ ধাতব লিভারযুক্ত তিনটি অবিস্ফোরিত বোমা জাতীয় বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাটাইমস