রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ডিলারদের জন্য বরাদ্দকৃত ভর্তুকির সারের সিংহভাগই চলে যাচ্ছে কালোবাজারে। বিসিআইসি ও বিএডিসির ডিলাররা প্রতিমাসে নিয়মিতভাবে বরাদ্দকৃত সার উত্তোলন করছেন; কিন্তু কৃষকরা ডিলারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। কৃষকদের চড়া দামে সার কিনতে হচ্ছে চোরাই বাজার থেকে। বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন জেলায় সারের বিশাল চোরাই সিন্ডিকেট গড়ে উঠেছে। বাফার গুদাম বা বিভিন্ন বন্দর মোকাম থেকে ডিলাররা বরাদ্দের কিছু সার দোকানে আনলেও বড় অংশই পাচার করছে চোরাই ফড়িয়াদের কাছে।