Image description
 

ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনায় নিজের গুম হওয়া ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম। তিনি অভিযোগ করেন, ১০ বছর আগে নিরাপত্তা বাহিনীর পরিচয়ে ছেলেকে তুলে নেওয়ার পর আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, এমনকি মামলা নিতেও রাজি হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফেনীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনা সভায় হৃদয়বিদারক বক্তব্য রাখেন গুম হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, আমার ছেলেকে ১০ বছর আগে আমার সামনেই তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। আমি এখন শয্যাশায়ী। মৃত্যুর আগে শুধু একবার ছেলেকে দেখতে চাই। যারা আমার ছেলেকে গুম করেছে, তাদের বিচার দেখতে চাই। বক্তব্য দিতে দিতে তিনি কান্নায় ভেঙে পড়েন।

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ফেনী ইউনিট আলোচনাটি আয়োজন করে। ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিমের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকারের সংগঠক শাহজালাল ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকারকর্মীরা।

লিখিত বক্তব্যে শাহজালাল ভূঁইয়া বলেন, “রক্তাক্ত গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে এক কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে। জনগণ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার আশায় আছে। কিন্তু দুঃখজনক হলো—মানবাধিকার লঙ্ঘন এখনো থামেনি।”

তিনি আরও অভিযোগ করেন, অতীত সরকারের সময়ে সংঘটিত গুমের ঘটনা বন্ধ হলেও বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, অনলাইনে নারীদের প্রতি সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে গণপিটুনির প্রবণতাও উদ্বেগজনকভাবে বেড়েছে।

সভায় বক্তারা বলেন, মানবাধিকার নিশ্চিতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সব স্তরের মানুষের সমন্বিত ভূমিকা জরুরি। গুম, হত্যা ও হয়রানির প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।


শীর্ষনিউজ