বন্দি বিনিময় চুক্তির আওতায় সমুদ্র পথে ভারতের হাতে আটক ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। একই প্রক্রিয়ায় বাংলাদেশও ৪৭ ভারতীয় জেলেকে তাদের দেশে হস্তান্তর করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতা অনুযায়ী এ কার্যক্রমে দুই দেশের কোস্টগার্ড যৌথভাবে অংশ নেয়।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১২ জুলাই ও ২ আগস্ট বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে অবৈধভাবে মাছ শিকাররত অবস্থায় ৩টি ভারতীয় ফিশিং বোট— এফবি মা মঙ্গল চণ্ডি-৩৮, এফবি ঝড় ও এফবি পারমিতা-৪ সহ ৪৭ ভারতীয় জেলেকে আটক করে।
অন্যদিকে, গত ১২ ও ১৭ সেপ্টেম্বর ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি জলসীমা অতিক্রমের অভিযোগে ২টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৩২ বাংলাদেশি জেলেকে আটক করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পরবর্তীতে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
সে অনুযায়ী মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ৪৭ ভারতীয় জেলেকে তাদের ৩টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে ভারতের কারাগারে তিন মাস আটক থাকা ৩২ বাংলাদেশি জেলেকে ‘এফবি মায়ের দোয়া’ বোটসহ বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। আরেকটি ফিশিং বোট গ্রহণের প্রক্রিয়া চলমান।
এদিন দুপুরে বাংলাদেশি জেলেদের কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর (মোংলা) এনে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই চুক্তির ফলে দীর্ঘদিন পর কারামুক্ত হয়ে জেলেরা পরিবারের কাছে ফিরতে পারলেন।
জানা গেছে, বাংলাদেশি এসব জেলে ভারতের কারাগারে ছিল তিন মাস। আর ভারতীয় জেলেরা বাংলাদেশের কারাগারে ছিল ৪ মাস।