Image description
 

সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, “কথাছিল ত্যাগীদের সর্বোচ্চ মূল্যায়ন হবে, এখন দেখা যাচ্ছে ত্যাগীদের দিন শেষ দালালদের বাংলাদেশ।”।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি রুহুল কবির রিজভী করেননি। প্রকৃতপক্ষে, রিজভীর নামে চালু থাকা একাধিক ভুয়া ফেসবুক প্রোফাইল-পেজ থেকে উক্ত মন্তব্যটি প্রচার করা হয়েছে। ফেসবুকে রিজভীর কোনো অ্যাকাউন্ট নেই। 

দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে  Ruhul Kabir Rizvi নামের একটি প্রোফাইল থেকে ০৭ ডিসেম্বর মধ্যরাতে এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর চালু হওয়া অ্যাকাউন্টটিতে ৮৮ হাজার ফলোয়ার রয়েছে। বাংলাদেশ থেকে একজন এডমিন অ্যাকাউন্টটি পরিচালনা করছেন। 

একই পোস্ট রিজাভীর নামের চালু থাকা আরো দুইটি ফেসবুক পেজ (Ruhul Kabir Rizvi 2.0, Ruhul Kabir Rizvi) থেকেও করা হয়েছে। দেখুন এখানে, এখানে। 

এ বিষয়ে গত ৭ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভীর বরাত দিয়ে বলা হয়, অজ্ঞাত কুচক্রী মহল কর্তৃক তার নামে ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে-যা সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন।

রিজভী বলছেন, “আমি এর আগেও গণমাধ্যমে বলেছি এবং থানায় জিডি করেছি যে, আমি নিজের নামে কখনোই Face Book Account খুলিনি। আমার নামে খোলা এই সমস্ত ভূয়া Face Book Account থেকে কোনও মতামতের সংগে আমার কোন ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।” 

উল্লেখ্য, গত এপ্রিলেও রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচার চালানো হয়। সে সময় রিউমর স্ক্যানার প্রকাশিত ফ্যাক্টচেক দেখুন এখানে। 

সুতরাং, মনোনয়ন প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।