Image description

কিশোরগঞ্জের ভৈরবে শরীফা বেগম (৫০) নামে এক নারীর চুলের খোপায় মোড়ানো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা।

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত শরীফা বেগম ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া থানার শিবনগর গ্রামের মৃত আব্দুল হাসীম ওরফে দিলু মিয়ার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় লেগুনার ভেতর যাত্রী বেশে থাকা শরীফা বেগমের চাল চলনে সন্দেহ হলে তাকে তল্লাশি করে তার মাথার চুলে খোপায় মোড়ানো ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সেসময় তার কোলে ৩ বছরের এক নাতনী ছিল।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক বলেন, দিন দিন নারী মাদক কারবারিদের সংখ্যা বেড়েই চলেছে। নারীরা মাদকের চালান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমাদের নারী এএসআইয়ের সহায়তায় বিশেষ কৌশলে রাখা বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শরীফা বেগম একজন মাদককারবারি। তার নামে ভৈরব থানাসহ আশপাশের থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে ভৈরব থানায় সোপর্দ করা হয় এবং সঙ্গে থাকা নাতনীকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শীর্ষনিউজ