Image description
 

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে। ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, এ দেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে।

শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে এসব কথা বলেন সাদিক কায়েম।

ডাকসুর ভিপি বলেন, লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না। এই দেশকে ভালোবাসলে এই দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।

সাদিকা কায়েম বলেন, ‘৫৪ বছরে আমাদের যে আশা ছিল, তা পূরণ হয়নি। রাজনৈতিক বিভেদের কারণে গত ১৭ বছরে দেশে যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি।’

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।

আমাদের সময়