দিরাই–শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের সমর্থনে শুক্রবার দিরাই থানাপয়েন্টে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।
দিরাই উপজেলা জামায়াতে ইসলামের আমীর আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এবং জামায়াত নেতা রেজাউল ও ইমরান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা দিরাই–শাল্লার সার্বিক উন্নয়ন, সম্প্রীতি ও রাজনৈতিক স্থিতিশীলতার বিভিন্ন দিক তুলে ধরেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা।
তিনি বলেন, ‘দিরাই–শাল্লা বাংলাদেশের একটি ব্যতিক্রমী অঞ্চল। এখানে মন্দিরে ঘণ্টা বাজে, মসজিদে আজান হয়, এটাই এ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির বাস্তব চিত্র। শিশির মনির এমপি হলে এই এলাকা বাংলাদেশের নতুন ইতিহাস গড়বে।’
তিনি আরও বলেন, ‘আপনারা শিশির মনিরকে ‘মধ্যমণি’ বলছেন, কিন্তু আমি বলছি—এই সমাবেশের আসল মধ্যমণি হচ্ছেন আপনারাই, যারা রাস্তায় দাঁড়িয়ে কিংবা ছাদের ওপরে উঠে এই সভায় অংশ নিয়েছেন।”
সর্বমিত্র চাকমা দিরাই–শাল্লাকে একটি ফুলের বাগানের সঙ্গে তুলনা করে বলেন, ‘একটি বাগানে যেমন শুধু গোলাপ থাকে না- থাকে গাঁদা, জবা, রজনীগন্ধা; তেমনি দিরাই–শাল্লায় হিন্দু–মুসলমান মিলেমিশে যুগের পর যুগ বসবাস করে আসছেন। আমরা চাই, আপনাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। মন্দিরে ঘণ্টা বাজবে, মসজিদে আজান হবে- এটাই দিরাই–শাল্লা, এটাই বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘আমরা সেই হানাহানি, খুনোখুনির রাজনীতি আর চাই না। চাই শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ এবং তরুণ সমাজের প্রতিনিধি। তারা দিরাই–শাল্লার অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।