রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জহুরুল হকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ১৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিতে দেখা যায়, ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক তার অফিস কক্ষে চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকার একটি নোট গ্রহণ করছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এটা সবার জন্য নির্ধারণ করা থাকে। যে পরিশ্রম করে না তাকেও ৫০০ টাকা দেওয়া লাগে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভুক্তভোগী জানান, জমি মিউটেশনের জন্য আবেদন করেছিলাম। মিউটেশনের টাকা অনলেইনে দিয়ে অফিসে ফাইল জমা দিই। আবেদন অ্যাপ্রুভ করতে ৫০০ টাকা লাগে বললে আমি তাকে (ভূমি কর্মকর্তাকে) ৫০০ টাকা দিই।
অভিযুক্ত বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক বলেন, হয়তো কোনো বিদ্যুৎ বিলের টাকা, আমরা যেটা ইউনিয়ন পরিষদে দিই। হয়তো বা কিছু টাকা আমার কাছে কেউ খুচরা করে নিচ্ছিল। তা ছাড়া আমার অফিসে এরকম কোনো লেনদেন করার সুযোগ নেই।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ বলেন, আমি এখানে সদ্য যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।