জেলা কমিটিতে জাসদের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করার প্রতিবাদে গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাইবান্ধা পৌরসভার থানাপাড়ায় অস্থায়ী কার্যালয়টিতে তালা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়জিদ বোস্তামী জিম, যুগ্ম আহ্বায়ক অতনু সাহা, আব্দুল্লাহ জিসান ও মেহেদী হাসান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা বলেন, জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী যোদ্ধাদের সঙ্গে বেঈমানি করেই জাসদের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদিকে এনসিপির গাইবান্ধা জেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। সেই প্রতিবাদেই কার্যালয়ে তালা লাগানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা বলেন, খাদেমুল ইসলাম খুদিকে পুনর্বাসিত করায় জুলাই যোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে জেলা এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, আহ্বায়ক ফিয়াদুর রহমান দিবস ও উত্তরাঞ্চল সংগঠক সারজিস আলমের সঙ্গে যোগাযোগ করেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই কার্যালয়ে তালা ঝুলিয়েছি। আমরা কমিটি বাতিল এবং খাদেমুল ইসলাম খুদির গ্রেপ্তার দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ কথা বলতে রাজি হননি।
আওয়ামী লীগ বা তাদের ‘দোসরদের’ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না দাবি করে খাদেমুল ইসলাম খুদি বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। জাসদের বর্তমান প্রেক্ষাপট আমার ব্যক্তিগত অবস্থানের সঙ্গে যায় না। জুলাইয়ের আদর্শেই আমি এনসিপিতে যোগ দিয়েছি।