মোহাম্মদ ইশরাক ( Mohammad Ishrak)
এই বিপ্লবের কয়েকটা নাম ছিল। জুলাই, মনসুন, ফেসবুক, জেন জি, মিডল ক্লাস।
আপনারা কি জেন জি বা মিডল ক্লাসের কাছে গিয়েছেন? সংস্কার কমিটি, সরকারের বিভিন্ন পদ, জুলাই ফাউন্ডেশন, নাগরিক কমিটি, বৈছাআ, শিবিরে গড়পড়তা মধ্যবিত্ত বা জেন জির অংশগ্রহণ কতখানি?
হ্যাঁ, কিছু সেলিব্রিটি আছে। কিন্তু বিপ্লব তো সেলিব্রিটিরা করে নাই। বিপ্লব করেছে ফ্রেন্ডস অনলি পোস্ট দেওয়া সাধারণ মধ্যবিত্ত ছেলে-মেয়েরা।
আপনারা একটা বারও তাদের কাছে গিয়েছেন? তাদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করার ট্রাই করেছেন?
সবখানে নিজস্ব সার্কেলের ভাই-বেরাদারদের ভরিয়ে ফেলে বিপ্লবের মূখ্য নায়কদেরই এলিয়েনেট করে ফেলেছেন।
আপনারা বিপ্লব করেছেন ফেসবুকে। কিন্তু বিপ্লবের পর কেন ফেসবুকে ইনএক্টিভ হয়ে গেলেন আপনারা? দৈনন্দিন কাজের খবরাখবর, ভেতরে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কারা বাঁধা দিচ্ছে ইত্যাদি জিনিস কেন আপনারা সরাসরি ফেসবুকে জানালেন না?
জনগন আপনাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু জনগনকে বাদ দিয়ে কেন আপনারা এর-ওর সাথে দর কষাকষি শুরু করলেন? আপনার শক্তিমত্তার জায়গাটাই যদি না থাকে, তাহলে কি আর দর কষাকষিতে জয়ী হতে পারবেন?
কেন আপনারা খালেদ মহিউদ্দিনের মত গোয়েবলসদের কাছে সাক্ষাতকার দিয়ে তাদের রিলেভ্যান্ট বানালেন?
এখনও সময় আছে। কোর্স কারেকশন করুন। জুলাইয়ের শত্রুরা সব হামলে পড়ছে।