Image description

প্রশ্ন : জন্মসনদে বয়স কমালে কি গোনাহ হবে?

উত্তর: ভর্তি, চাকরি, বিয়ে ইত্যাদিতে আমাদের দেশে অনেকেই জন্মসনদের বয়স কমিয়ে থাকেন। ইসলামের দৃষ্টিতে এটি একটি জঘন্য মিথ্যাচার, ধোঁকা ও প্রতারণা। এগুলো মারাত্মক অপরাধ। 

কেউ এমনটি করে থাকলে অবশ্যই গুনাহগার হবেন। তাই, যদি কোনোভাবে বয়স ঠিক করা সম্ভব হয় তাহলে তা করা উচিত। আর যদি কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে একনিষ্ঠভাবে তাওবা ও ইস্তেগফার করে নিতে হবে।

ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের দিকে পথ নির্দেশনা করে। আর মানুষ সত্য কথা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর নিকট তাকে ‘মহা-সত্যবাদী’ রূপে লিপিবদ্ধ করা হয়। আর নিঃসন্দেহে মিথ্যাবাদিতা নির্লজ্জতা ও পাপাচারের দিকে নিয়ে যায়। আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে ‘মহা-মিথ্যাবাদী’ রূপে লিপিবদ্ধ করা হয়।”