Image description
 

দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক, মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমানকে হবিগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর নতুন এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে দলের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়।

এর আগে এ আসনের এমপি প্রার্থী ছিলেন দলটির জেলা আমির। জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

 

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মহসিন আলীর পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য দেন— সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী মো. শাহজাহান আলী, জেলার সহকারী সেক্রেটারি জেনারেল কাজী আব্দুর রউফ বাহার, মো. নজরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা আমির প্রভাষক অলিউল্লাহ জহির, সেক্রেটারি ইয়াছিন খান, চুনারুঘাটউপজেলা জামায়াতের আমির ইদ্রিস আলী, নায়েবে আমির হাফেজ আ স ম কামরুল ইসলাম, মাধবপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন, নায়েবে আমির আবুল হাসিম, চুনারুঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী, সহকারী সেক্রেটারি ফুয়াদ হাসান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খলিলুর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মারুফ আহমেদ, পৌর জামায়াতের সভাপতি মহিবুর রহমান মাসুম, সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে অলিউল্লাহ নোমান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশ ও বিদেশের মাটিতে সক্রিয় ছিলাম। সাংবাদিকতার পেশায় থাকার সুবাদে আমি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি সর্বদা।’

 

তিনি আরও বলেন, ‘হাজার হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে জামায়াতে ইসলামী আমাকে যে মূল্যায়ন করেছে, যদি মাধবপুর-চুনারুঘাটবাসী দাড়িপাল্লাকে জয়ী করেন তাহলে আমার প্রচেষ্টা থাকবে সিলেট বিভাগের প্রবেশদ্বার এই আসনের প্রত্যেকটি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করা।’