Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতোমধ্যে ৩০ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ব্যালট পাওয়ার পর ভোটাররা তাদের ভোট প্রদান করে ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় পাঠাতে পারবেন।

১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার প্রবাসী বাংলাদেশিদের জন্য নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

অন্যদিকে ২৩ নভেম্বর রাত ১২টার পর (২৪ নভেম্বর) উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলের বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে; চলবে নির্ধারিত সময় পর্যন্ত।

ইসি জানায়, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, যুক্তরাষ্ট্রসহ ৪০টিরও বেশি দেশে বর্তমানে নিবন্ধন চলছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত এসব দেশ থেকে নিবন্ধন করেছেন ৩০ হাজার ২৭৯ প্রবাসী।

 

পরবর্তী সময়সূচি

 

  • সৌদি আরবের প্রবাসীরা: ৪–৮ ডিসেম্বর
  • দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া: ৯–১৩ ডিসেম্বর
  • মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ (সৌদি ছাড়া): ১৪–১৮ ডিসেম্বর
  • বাংলাদেশে বসবাসরতরা: ১৯–২৩ ডিসেম্বর

প্রতিটি অঞ্চলকে পাঁচ দিন করে সময় দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া চলবে মোট ৪০ দিন।

নিবন্ধন যেভাবে করবেন

 

প্রবাসীদের অবশ্যই তারা যে দেশে অবস্থান করছেন সেই দেশের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন করতে হবে। অন্যান্য দেশ থেকে এক দেশের নামে নিবন্ধন করা যাবে না। বাংলাদেশে বসে প্রবাসী হিসেবে নিবন্ধন করার সুযোগও নেই।

প্রথমে https://portal.ocv.gov.bd ওয়েবসাইটে গিয়ে অ্যাপ ডাউনলোড করতে হবে।

নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হবে অ্যাপের মাধ্যমে নিম্নোক্ত ধাপে— অ্যাপ ডাউনলোড → ভাষা নির্বাচন → অ্যাকাউন্ট তৈরি → মোবাইল/ইমেইল ভেরিফিকেশন → এনআইডি যাচাই → ফেস রেকগনিশন ও লাইভলিনেস চেক → সেলফি → প্রবাসের ঠিকানা ও পাসপোর্ট তথ্য → নিবন্ধন সম্পন্ন।

অ্যাপে সাহায্যের জন্য ভিডিও টিউটোরিয়াল ও হেল্পলাইনও রাখা হয়েছে। নিবন্ধনে সাধারণত ৫–১০ মিনিট সময় লাগতে পারে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ বাস্তবায়নে তাদের লক্ষ্য ৫০ লাখ প্রবাসী ভোটার তৈরি করা। নিবন্ধন শেষ হলে পৃথক প্রবাসী ভোটার তালিকা ছাপা হবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসি।

ঢাকাটাইমস