Image description
 
 
দক্ষিণ আফ্রিকায় স্ত্রীর ছুরিকাঘাতে রবিন আলী (৩৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
 
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফ্রি স্টেট প্রভিন্সের বেলকমের হফস্টাড এলাকায় পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
নিহত রবিন আলী ঢাকার যাত্রাবাড়ীর বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন এবং নর্দার্ন কেপ (উত্তর কেপ) প্রভিন্সের আপিংটনে একটি দোকানে কাজ করতেন। তার দক্ষিণ আফ্রিকান স্ত্রী সন্তানদের নিয়ে বেলকমের হফস্টাডে বাড়িতে থাকতেন। প্রতি ৩-৪ মাস অন্তর তাদের সঙ্গে দেখা করতে যেতেন তিনি।
 
স্থানীয় বাংলাদেশিরা জানান, গভীর রাতে ঝগড়া হঠাৎ করে হিংসাত্মক রূপ নেয়, যার ফলে স্ত্রী তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করেন তারা। রবিনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক।