মানিকগঞ্জে তৌহিদি জনতার সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের চারজন আহত হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় (বিজয় মেলার মাঠের পশ্চিম পাশে) এ ঘটনা ঘটে।
ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি দেন তৌহিদি জনতা ও বাউল শিল্পীরা। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
আহতরা হলেন— আবুল সরকার সমর্থক শিবালয় উপজেলার সাঁকরাইল গ্রামের আবুল আলিম, হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার জহুরুল এবং সিংগাইর উপজেলার তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম। তৌহিদি জনতার মওলানা আব্দুল আলীম নামের এক মাদ্রাসাশিক্ষকও আহত হয়েছেন এ ঘটনায়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টার দিকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে সহস্রাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিজয় মেলার মাঠের সামনে গিয়ে সমাবেশ শুরু করেন। এ সময় শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারী বাউলরা বিজয় মেলার মাঠের ভিতরে শহীদ মিনার চত্বরের কাছে সমবেত হন। এক পর্যায়ে তৌহিদি জনতার সমাবেশ থেকে একটি অংশ বাউল শিল্পীদের ধাওয়া দেয়। এ সময় বাউল শিল্পীদের তিনজন আহত হন এবং তৌহিদি জনতার একজন আহত হন। পরে বাউল শিল্পীরা পুকুরে ঝাঁপ দিয়ে ওপারে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল আল মামুন কালবেলাকে বলেন, ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। সে কারণে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।